হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, রাহাবার-এ-মোয়াজ্জাম আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেঈ সাহেব একটি দারুন দিক নির্দেশনা দিয়ে চলমান দেশকালকে আলোকিত করেছেন ৷
তিনি বলেছেনঃ "আমাদের উচিত এই ধরনের প্রতিটি পদক্ষেপ এড়িয়ে চলা, যেখানে শত্রুদের সমৃদ্ধি ও আনন্দের কারণ হয়ে ওঠে এবং বন্ধুদের রাগ ও লাঞ্ছনার কারণ ৷" ...
তিনি তার মুক্কালিদ বা অনুগামী (ছাত্র)দের লক্ষ্য করে যেটা বলতে চেয়েছেনঃ
(১) আযাদারীর মজলিশে বা অন্যান্য বক্তব্যে এমন কথা বোলো না, যাতে যাতে শত্রুরা বুঝে যায়, তোমাদের অন্যান্য শিয়া ভাইদের সঙ্গে তোমার বিশাল দুশমনি আছে, বা তাদের সঙ্গে সম্পর্ক বিশাল খারাপ ৷
আর সেই ভাঙা সম্পর্কে সুযোগে শত্রুরা বন্ধু সেজে নবীপাকের আহলে বাইতের নামের শেষে আলাইহিস সালাম তুলে দেবার আইন না আনে ৷ এতে যারা আহলে বাইতকে ভালোবাসে তাদের প্রচন্ড কষ্ট হবে, যারা আহলে বাইতের প্রেমিক তাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হবে ৷
(২) শ্রদ্ধেয় আয়াতুল্লাহ সৈয়দ খামেনাঈ সাহেব, তিনি তার মুক্কালিদ বা অনুগামী (ছাত্র)দের লক্ষ্য করে যেটা বলতে চেয়েছেনঃ তাহলো তোমরা আচার আচারনে বা বক্তব্যে... এমন বাড়াবাড়ি করবে না, যাতে শিয়া দাবীদার অনেক ভাইয়েরা তোমাদের কথা, আচরনে যেন আমাদের আয়াতুল্লাহদের বিরোধী না হয়ে পড়ে ৷ এতে শত্রুরা ফায়দা নেবে ৷
(৩) সম্মানিত সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনাঈ, তিনি তার মুক্কালিদ বা অনুগামী (ছাত্র)দের লক্ষ্য করে যেটা বলতে চেয়েছেনঃ তোমরা সমাজে এমন আচারন বা বক্তব্যে এমন কথা বলো না, যাতে অন্যান্য ধর্মের লোক তোমাদের শত্রুতে পরিণত না হয়ে পড়ে৷
(৪) সম্মানিত সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনাঈ, তিনি তার মুক্কালিদ বা অনুগামী (ছাত্র)দের লক্ষ্য করে যেটা বলতে চেয়েছেনঃ তাহলো তোমরা সমাজে এমন আচারন বা বক্তব্যে এমন কথা বলো না, যাতে তারা বুঝে যায় শিয়া ভাইদের মধ্যে কোন ঐক্য নেই ৷ এবং তারা যেন জোট বেঁধে লাস্টে আমাদের আজান থেকে আলীউন ওলী উল্লাহ'র মত গুরুত্বপূর্ণ পবিত্র বাক্যকে তুলে দেবার জন্য উঠে পড়ে লাগে, দেখো আমরা ইরানে ক্ষমতায় এসেছি আজ ৪০ বছর হয়ে গেছে, তবুও আমরা এই পবিত্র বাক্য তুলে দিইনি ৷ এখনো আমরা আজানে রেখে দিয়েছি, অথচ আমরা জানি এই আলীউন ওলী উল্লাহ পবিত্র বাক্যটি আজানে বলা মুস্তাহাব ৷ তোমরা এই বাক্যকে মুস্তহাব ! মুস্তাহাব ! বলে শত্রুকে শক্তি দিও না,
(৫) সম্মানিত সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনাঈ, তিনি তার মুক্কালিদ বা অনুগামী (ছাত্র)দের লক্ষ্য করে যেটা বলতে চেয়েছেনঃ তোমরা সমাজে এমন আচারন বা বক্তব্যে এমন কথা বলো না, যাতে আমাদের সুন্নি ভাইরা আঘাত পায়, কারন তারা এমন অনেককে মেনে চলে ৷ সুন্নী ভাইদের মননশীলতার উপরে হামলা করো না ৷
(৬) সম্মানিত সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনাঈ, তিনি তার মুক্কালিদ বা অনুগামী (ছাত্র)দের লক্ষ্য করে যেটা বলতে চেয়েছেনঃ তাহলো তোমরা সমাজে এমন আচারন বা বক্তব্যে এমন কথা বলো না, যাতে প্রতিবেশী হিন্দু ভাইরা অপমানিত বোধ না করে, কারন তারাও মানুষ ৷
রচনাঃ মুস্তাক আহমদ ( সত্যের পথে)
দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।